
চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। নির্দিষ্ট সময়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ১৩ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রোববার (৭ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলি সংবাদমাধ্যমে এ তথ্য জানান।
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল ৭ ডিসেম্বর। কিন্তু তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন।
এ প্রসঙ্গে জিন্নাত আলি বলেন,হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার। তিনি আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আগামী ১৩ জানুয়ারি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু (আত্মহত্যা) বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে পরিবারের দাবি, সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। অপমৃত্যু নয়, সুপরিকল্পিভাবে খুন (হত্যা) করা হয়েছে নায়ককে।
দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা সম্প্রতি রূপ নিয়েছে হত্যা মামলায়। গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ এনে এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।