News update
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     
  • Wild bird meat raid in Sylhet’s Jaintiapur: 2 hotels sealed, 1 fined     |     
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     

‘দম’-এর মহরতে পূজার রাজকীয় আগমন, হাত ধরে নামালেন নিশো-চঞ্চল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-30, 2:43pm

tryertret-1eea28b4fa7c5886e0dae1123e26b7ae1761813832.jpg




দেশের খ্যাতনামা নির্মাতা রেদওয়ান রনির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দম’। ছবিটির নায়িকা হিসেবে তরুণ অভিনেত্রী পূজা চেরির নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে অনুষ্ঠিত সিনেমার মহরতে এ ঘোষণা দেন রনি।

নাটকীয়ভাবে পূজাকে মঞ্চে পরিচয় করিয়ে দেন সিনেমার অন্যতম অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে। পালকিতে বসে মঞ্চে পৌঁছানোর পর, হাসিমুখে পূজা চেরি জানান, দীর্ঘদিন ধরে বলার জন্য অনেক কথা সাজিয়ে এসেছিলেন, তবে মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছেন।

এ সময় পূজা চেরি বলেন, দম সিনেমার চরিত্রের জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল, পরে আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করি আমরা সবাই মিলে একটি ভালো কাজ উপহার দিতে পারব।

এ ছাড়াও পূজা জানান যে, দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সিনেমায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

‘দম’ সিনেমা একটি সারভাইভাল গল্প, যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। সিনেমার কাহিনিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের সংগ্রামের চিত্র তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমার প্রথম পোস্টারে দেখা গিয়েছিল, পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে থাকা একটি ছেলে যার চোখ বাঁধা, যা সিনেমার থিমের সাথে সংযুক্ত।

এটি রেদওয়ান রনির পরিচালনায় প্রথমবারের মতো কাজ করছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

প্রথম শুটিংয়ের জন্য সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তান স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে, তবে শুটিং কাজের পরিকল্পনা এখন কাজাখস্তানে অনুষ্ঠিত হবে বলে নির্মাতারা জানিয়েছেন।

এছাড়া, সিনেমাটি আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছে।

আরটিভি