News update
  • Economists express concern over bank merger; BB remains confident     |     
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     
  • Cyclonic storm ‘Montha’ now severe cyclonic storm; unlikely to hit BD     |     

সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: শবনম ফারিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-24, 5:43pm

terterewrewr-af712fd3d64c9f455ab8fdda765a5c8d1761306199.jpg




ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সাম্প্রতিক নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৌম্য সরকারকে নিয়ে মজা করে একটি পোস্ট দিয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) হাস্যরসাক্তক পোস্ট করে তিনি, সৌম‍্যর (সৌম্য সরকার) এত প্রশংসা করবেন না! নজর লাগবে!  যাস্ট ‘ভালো ছিল কিন্তু আর ভালো করতে হবে’। খেলা দেখি নাই, হাইলাইটস দেখলাম।

অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ঠিক আছে প্রশংসা করলাম না। আরেকজন লিখেছেন, এ জন্যই বাংলাদেশ জিতছে। আপনি এখন থেকে শুধু হাইলাইটস দেখবেন। 

অনুরাগীর এমন মন্তব্যের জবাবে ফারিয়া লিখেছেন, আমি খেলা দেখাই বন্ধ করে দিয়েছি! বুক ব‍্যাথা করে, মাথা ব্যাথা করে টেনশনে! নিজের খেয়ে ওদের খেলা দেখে অসুস্থবোধ করার কোন মানে হয় না।

আরও একজন মন্তব্য করেছেন, অথচ সৌমের ব্যাটিং স্টাইল সবসময় অসাধারণ ছিল। বেচারা দুর্ভাগ্যের শিকার। 

অনুরাগীর এমন মন্তব্যের প্রত্যুত্তরে অভিনেত্রী সহমত প্রকাশ করেছেন। আরটিভি