News update
  • Last boat in Gaza humanitarian flotilla intercepted by Israel     |     
  • UN Marks World Space Week With Theme 'Living in Space'     |     
  • Dhaka's air quality recorded 'moderate' on Saturday morning     |     
  • UN Warns of Worsening Humanitarian Crisis in Darfur     |     
  • Beanibazar Health Complex: One doctor struggles to serve 3 lakh people     |     

‘শুভ বিজয়া’র ছবি নিয়ে ইয়াশকে কটাক্ষ , যে ঘোষণা দিলেন ‘দেয়ালের দেশ’ নির্মাতা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-04, 10:42am

45434534532-80b402069f772f6de0b84e35c05467911759552935.jpg




দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীর ছবি পোস্ট করে কটাক্ষের মুখে অভিনেতা ইয়াশ রোহান। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ছবিটি পোস্ট করার পর থেকেই তার মন্তব্য বাক্স ভরে যায় নানা ধরনের প্রতিক্রিয়ায়— যার মধ্যে বেশিরভাগই ছিল ঘৃণামূলক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক।

এরপর তার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে সাধারণ ভক্ত অনুরাগী থেকে সংস্কৃতি অঙ্গনের সহকর্মীরা। এবার তার পাশে দাঁড়িয়ে অন্যরকম এক ঘোষণা দিলেন শরিফুল রাজ ও বুবলীকে নিয়ে ‘দেয়ালের দেশ’ বানিয়ে আলোচনায় আসা তরুণ নির্মাতা মিশুক মনি।

ইয়াশের সেই ছবিটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে মিশুক লিখেন, ইয়াশ হিন্দু বলে কিছু মানুষ তার নাটক বয়কটের কথা বলছে কিন্তু, আমি ইয়াশের নাটকে প্রডিউস করার ঘোষণা করছি। যেকোন নির্মাতা ভালো গল্পে ইয়াশকে ভাবতে পারেন আমি প্রডিউসার হবো। যারা ইয়াশকে বয়কটের কথা বলেছেন তাদের গালে এরচেয়ে জোরে জুতোর বারি মারার পথ আমার জানা নাই।

তিনি বলেন, যারা ইয়াশ রোহানের ধর্ম পরিচয়ের জন্য বলছে তার নাটক আর দেখবে না, তারা এমনিতেও ইয়াশের নাটক কেন কারো নাটকই তেমন দেখে না। এরা দর্শক না। আমি প্রিটি মাচ সিউর এই মুল্লুকে জন্মের পর থেকে ইয়াশ তার ধর্মের জন্য নানা জটিলতা বহুবার ফেইস করেছে সুতরাং আজ তার দূর্গার সামনে দাঁড়ানো ছবির নিচের কমেন্ট তাকে মোটেও বিচলিত করবে না। সে যথেষ্ট কুল ও স্ট্রং।

এসময় ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, আগেও বহুবার বলেছি শিল্পচর্চার অনুর্বর এই ভূমিতে শিল্পী জন্মায় না। যুগের পর যুগ সাধনা করে শিল্পী তৈরি হয়। আর একবার যে শিল্পী সে আজন্ম শিল্পী। কে হিন্দু, কে মুসলমান, কে স্ট্রেইট, কে গে এসব ট্যাগ দিয়ে শিল্পীর মনোবল ভাঙতে পারবেন না।

সবশেষে মিশুক মনি বলেন, ইয়াশকে ডিফেন্ড করতে ‘হ্যাঁ, ইয়াশ হিন্দু’ এটাও বলার দরকার নাই। ইয়াশ প্রথমে মানুষ, তারপর শিল্পী, তারপর মানলে সে হিন্দু।আরটিভি