News update
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     
  • Khulna’s new central jail promises real change in care     |     
  • Undersea cables cut in Red Sea, snaps net access in Asia, ME     |     
  • Special recognition for Singer Sabina Yasmin at Shilpakala     |     
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     

সালমান শাহকে স্মরণ করে কী বললেন শাকিব খান?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-07, 5:40am

5cc4ee36ce2a94b3ec8eeb2ec6a27d5d08c1808cf57363de-ab1f72cb2a7ac65658b38af5a854b7101757202015.jpg




বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহকে স্মরণ করলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ‘স্বপ্নের নায়ক’র জীবনপ্রদীপ অবসানের দিনে নায়ককে গভীর শ্রদ্ধা জানান শাকিব।

শনিবার (৬ সেপ্টেম্বর) শাকিব তার ভেরিফাইড ফেসবুকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে রয়েছে সালমান শাহর তিনটি কোলাজ ছবি। তাতে লেখা, স্মরণে অমর নায়ক সালমান শাহ।

ছবির ক্যাপশনে এসকে ফিল্মস লিখেছে, শান্তিতে থাকুন আমাদের অমর নায়ক সালমান শাহ। সে পেজ নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে শাকিব লিখেছেন,

যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।

শাকিবের এমন পোস্টের পর ভক্তরা কমেন্টসের ঘরে মন্তব্য করতে শুরু করেন। একজন লেখেন, তার মৃত্যুর সময় আমার জন্মই হয় নাই তবুও তার বিগ ফ্যান।

আরেক জন লেখেন, প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।