‘এবার শহর চিনবে তার আসল নায়ককে’- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে এমনই নতুন বার্তা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। রাজার মতো তিনি ঘোষণা দিয়ে জানান, শহর এবার নতুন এক লিজেন্ডকে জানার অপেক্ষায়।
শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এ বিশেষ বার্তা দেন শাকিব। লেখেন,
ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে! এবার আসছে মিথের ধারা।
‘প্রিন্স’ লিখে হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লেখেন,
‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’- এমন একটি গল্প যেখানে শহরটি জানতে পারে তার কিংবদন্তিকে।
সবশেষে শাকিব লেখেন,
পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড।
আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব অভিনীত নতুন এ সিনেমা।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার।