News update
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     

একসঙ্গে শাকিব-পরী ও দীঘি, নতুন ভিডিও ভাইরাল!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-13, 6:19am

dc5a9b6495edab6683613db25ea5f22fbe915b6d9610743a-39792f67865737c83819b08983738c5a1752365950.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের একটি ভিডিও। ওই ভিডিওতে চিত্রনায়িকা পরীমণি ও প্রার্থনা ফারদিন দীঘিকেও দেখা যাচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে ভাইরাল হওয়া ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে। যেখানে শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাকেও দেখা যাচ্ছে। 

জমকালো অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই অনুষ্ঠানে একমাত্র ছেলে পদ্মকে সাথে নিয়ে এসেছিলেন পরী।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, নতুন একটি লুকে অনুষ্ঠানে হাজির শাকিব খান। নতুন হেয়ার কাট, কালো পাঞ্জাবি আর চোখে চশমা পরে অনুষ্ঠানে অংশ নেন এ অভিনেতা। যা নজর কেড়েছে ভক্তদের।

ভাইরাল হওয়া ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা দাবি করছেন, ‘বিয়ে’র একটি অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছিলেন তারকারা। আরও দাবি করা হয়, এটি ছিল হারলান কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের অনুষ্ঠান।

অনেক নেটিজেন বলছেন, এ বিয়ের অনুষ্ঠানে এক ঝাঁক তারকা অংশ নিলেও উপস্থিত ছিলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

প্রসঙ্গত শাকিব খানের আপ কামিং সিনেমার নাম  ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। এ সিনেমায় ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।