News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

সেলস গার্ল: নারী বিক্রয়কর্মীর নির্মম পরিণতি

যে গল্প ভাবাচ্ছে দর্শকদের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-17, 7:58am

img_20250517_075719-b2a483857d5b33695b424c5a99a7f7121747447123.jpg




সম্প্রতি মুক্তি পেয়েছে রুবেল আনুশের নির্মাণে ও মাহতাব হোসেনের গল্প চিত্রনাট্যে নাটক ‘সেলস গার্ল’ নাটকটি শপিং কমপ্লেক্সের একটি দোকানের নারী বিক্রয়কর্মীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যাদেরকে নাগরিক জীবনে ‘সেলস গার্ল’ বলা হয়। এই নারী বিক্রয়কর্মী ও তাঁর জীবনের অভিলাষ তাকে ভুল পথে চালিত করে। যে ভুলের মাশুলে তাকে নির্মম পরিণতির মধ্য দিয়ে যেতে হয়। যদিও এটার জন্য সে দায়ী নয়, তবে ঘটনা এমনটাই ঘটে। 

নাটকটির গল্প ও নির্মাণ সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছে। নাটকে অভিনয় করেছেন সুদীপ মিশ্বাস দীপ, অনিন্দিতা মিম, বাপ্পীসহ অনেকেই।

এ বিষয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, খুব সুন্দর একটি প্লটে আমাদের চিত্রনাট্য এগিয়েছে। আমি অনুভব করেছি এই নাগরিক জীবনের একজন সেলস গার্লের জীবনযাপন তুলে আনতে, যেন নিখুঁত হয়। এরপর গল্পের খাতিরে আমাকে নানাদিকে বাঁক নিতে হয়েছে। আমি মনে করি, এই নাটক দর্শকদের ভালো লাগবে, লাগছে এবং ধীরে ধীরে এ নাটকের ভিউ কল্পনাতীত হবে। 

রচয়িতা মাহতাব হোসেন বলেন, আমার একটি গল্পগ্রন্থে প্রথম প্রকাশ পেয়েছিল সেলস গার্ল। একটা সময় মনে হলো এটাকে চিত্রনাট্যে রূপান্তরিত করা যেতে পারে। রুবেল আনুশ সে গল্পকে সুন্দরভাবে পর্দায় নিয়ে এলেন। মানুষজন পছন্দ করছে, বেশ ইতিবাচক মন্তব্য করছে।

নাটকটি ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। 

মাহতাব হোসেনের চিত্রনাট্য ও রুবেল আনুশের নির্মাণে গত ঈদে মুক্তি পায় তোমার মায়ায় নামের আরো একটি নাটক। যেখানে মুশফিক আর ফারহান ও আইশা খান অভিনয় করেছেন। এটার স্ট্রিম হয়েছে ৬০ লাখের মতো।  এনটিভি