News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

শাকিবের সিনেমার শুটিং সেটে প্রাণ গেল স্টান্টম্যানের, যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-04, 12:35pm

dferwqe-0f78b339ceb9f4ceba8a4b41b53bf1171746340524.jpg




শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে রাজশাহীতে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।

চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী বলেন, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি। 

রাফী আরও বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

মনির সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালী জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।

বিভিন্ন সুত্রে জানা গেছে, শনিবার (৩ মে) 'তাণ্ডব' এর শুটিং করার সময় ১৩ তলা বিল্ডিং থেকে হ্যাঙ্গিং শর্ট দেয়ার আগে সকালে তিনি অসুস্থবোধ করছিলেন। কিন্তু কাউকে কিছু জানতে দেননি। শট দেয়ার পরেও সবার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে দুপুরের পর স্ট্রোক করেন স্টান্টম্যান মনির হোসেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই রাতে তার মৃত্যু হয় । 

এদিকে আরেক ফাইটার  জুম্মান আরটিভিকে বলেন, আমরাও শুনেছি সকাল থেকে কাজ করছিল মনির। সকালেই সে স্ট্রোক করেছিলেন। কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। পরে কিছুটা সুস্থ হলে আবার কাজ শুরু করে। কিন্তু বিকেলের দিকে আবার অসুস্থ হলে সবাই মিলে হাসপাতাল নিয়ে যায় কিন্তু তখক্ষনে সে সবাই ছেড়ে চলে গিয়েছিল। 

শাকিব খানের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের শাকিব খানের সিনেমার শুটিং করছিল মনির। কিন্ত তার মৃত্যুর খবর শুনে একবারও ছেলেটিকে দেখতে আসেননি তিনি। এরআগেও শাকিব খান এমন কাজ করেছে। 

মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমায় দুঃসাহসিক দৃশ্যগুলোতে নীরবে কাজ করে গেছেন। পর্দার পেছনে থেকে নায়ক-নায়িকাদের রক্ষা করে ঝুঁকিপূর্ণ সব দৃশ্য নিঃশব্দে করে গিয়েছেন।আরটিভি