News update
  • Bangladesh's Forex Reserves Cross $25 b Ahead of Eid     |     
  • Sedition case against Hasina, 72 others over online meeting     |     
  • Shab-e-Qadr observed with special prayers March 27 night     |     
  • Bangladesh’s forex reserves cross $25 billion ahead of Eid     |     
  • Bangladesh to Japan: A New Era of Workforce Diplomacy      |     

সৃজিতের সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-21, 4:04pm

rtwerewr-0a6f6645f6372016c3720d1d7b59ce8a1742551465.jpg




‘হেমলক সোসাইটি’ মুক্তি পাওয়ার পর কেটে গেছে এক যুগ। এবার তারই সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’ নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে ছবি নিয়ে বড়সড় তথ্য দিনেল সৃজিত। তার এই ছবির জন্য নাকি প্রেরণা জুগিয়েছেন হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি!  

সৃজিত মুখার্জির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে জানা যায়, পরিবেশ ও পরিস্থিতির চাপে হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি নাকি একবার নিজের পরিবারের এক সদস্যকে গুপ্ত হত্যা করার কথা ভেবেছিলেন। 

সেই মতো এক সিরিয়াল কিলারকে ভাড়াও করেছিলেন। কারণ তার নাকি মনে হয়েছিল আত্মহত্যা করার থেকে নিজের অপছন্দের মানুষটিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলাই শ্রেয়। তবে ঘাতক অক্সারজয়ী অভিনেত্রীকে পরামর্শ দেন, বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবার জন্য। এর জন্য অ্যাঞ্জেলিনাকে দুই মাস সময়ও দেন তিনি। 

খবরটি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে সৃজিত লিখেছেন, যারা আমার ছবি কিলবিল সোসাইটির গল্পে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন, তাদের অবগত করতে জানাই অ্যাঞ্জেলিনা জোলির এই ঘটনাটি হল আমার ছবির গল্পের অনুপ্রেরণা। অতএব আশা করব অস্থির না হয়ে আমার ছবিটি উপভোগ করবেন।

প্রসঙ্গত, ‘কিলবিল সোসাইটি’তে মৃত্যুঞ্জয় কর রূপে পর্দায় হাজির হবেন নায়ক পরমব্রত চ্যাটার্জি। তার সঙ্গে অভিনয়ে থাকবেন পূর্ণা আইচ ওরফে কৌশানি মুখার্জি। এ ছাড়াও থাকবেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ। 

ভয়ের জালে আটকা পড়ে আমূল বদল ঘটে পূর্ণার। কি সেই ভয়? তারই উত্তর মিলবে ‘কিলবিল সোসাইটি’তে। আরটিভি