News update
  • Tk 6.35 billion in Hasina family's seized bank accounts     |     
  • Business leaders urge BERC to drop proposal to up gas price     |     
  • Tarique Rahman cleared of sedition charges in Jashore     |     
  • ‘BD Army had no direct contact with UN during July Uprising’     |     
  • 42,000 Bangladeshi Expats Apply for Voter Registration Abroad     |     

মাগুরার সেই আছিয়ার জন্য রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-10, 7:30pm

543543543-3e848e8ec2ffd86da1243f2c390470811741613434.jpg




দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। বাদ পড়ছে না শিশুও। সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় সারাদেশ। ৮ বছরের শিশুটি বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। 

শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন। ক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। এবার ওই শিশুটির জন্য রাস্তায় নামলেন দেশের চলচ্চিত্র শিল্পীরা। অপরাধীদের শাস্তি চেয়ে সোমবার (১০ মার্চ) বিকেলে এফডিসি’তে মানববন্ধন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। 

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, আমরা সবাই অবগত যে কী হয়েছে? কী ঘটেছে? এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার যে আমরা কী করতে চাই, কী বলতে চাই। ওই চাওয়া-পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। আমরা কী চাই? আমরা চাই শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।

মিশা আরও বলেন, শুধু কঠোর শাস্তিই যথেষ্ট নয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।

তিনি বলেন, আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই—শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।

সবশেষে এই অভিনেতা বলেন, একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। এবং আমরা চাই না আর কোনো আছিয়া যেন ধর্ষণের শিকার হয়। আমরা যারা, যাদের ভেতর মানবিকতা বোধ আছে, তারা যেন জাগ্রত থাকি।

মাগুরার শিশুটির জন্য মানববন্ধনে শিল্পীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোজিনা, ডিএ তায়েব, সনি রহমান, শিপন মিত্র, জয় চৌধুরী, রুমানা ইসলাম মুক্তি প্রমুখ।আরটিভি