News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

মামলা করায় হুমকি, অভিনেত্রীর পক্ষে যা বললেন তায়েব

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-22, 7:28am

d0b9c16062cd3abc8ccf34886ad588bc73473827dc25f0f7-b791df168985dde76ea8ebae268e48481740187720.jpg




উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে রাজধানীর রামপুরা থানায় মামলা দায়ের করেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এরপর থেকেই লাগাতার হুমকি পেয়ে চলেছেন। ভয়ে থাকা অভিনেত্রী প্রসঙ্গে মতামত জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব।

চিত্রনায়িকা নিঝুম রুবিনা ও 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত সম্মেলনে অভিনেত্রী নিঝুম বলেন, অনাকাঙ্ক্ষিত আচরণ করা উবার চালকের বিরুদ্ধে মামলা করার পর অপরাধী ২১ দিন জেলে থাকেন। ১৬ ফেব্রুয়ারি এ মামলার শুনানি ছিল। আমি আদালতে পৌঁছাতে পারিনি। কারণ উবার ড্রাইভার এসোসিয়েশন থেকে আমি লাগাতার হুমকি পাচ্ছি।

নিঝুম আরও বলেন, আমি বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি। এদিকে আদালতে শুনানির দিন পৌঁছাতে না পারায় আসামির জামিন হয়েছে। আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট বক্সে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। সব মিলিয়ে এ মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

হতাশা প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, এ অনাকাঙ্খিত ঘটনা ঘটার পর উবার ড্রাইভার এসোসিয়েশনের পক্ষ থেকে কেউ আমার সঙ্গে দেখা করেননি। বরং তারা পুরো বিষয়টা না জেনে প্রেসক্লাবে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন। ওনাদের মতো করে আমাকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করছেন। এভাবে চলতে থাকলে আমি থানায় জিডি করতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

অভিনেত্রী নিঝুম প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব বলেন, নিঝুমের মামলাটি বিজ্ঞ আদালতে রয়েছে। এ মামলার বিচার চলাকালীন সময়ে নিঝুম নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা আমাদের শিল্পী সমিতিতে তিনি জানিয়েছেন।

ডি এ তায়েব আরও বলেন, কিছুদিন আগে তার গাড়ি ব্লক করে অজ্ঞাতরা। মোটরসাইকেলে চড়ে আসা অজ্ঞাতরা নিঝুমকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন। এই যে হুমকি, মানসিক যন্ত্রণা, ভয় নিয়ে তার পথ চলতে হয় সেখান থেকে মুক্তি পেতেই সাংবাদিকদের সাহায্য চেয়েছেন নিঝুম। আমরাও তার পাশে আছি।

উবার চালক প্রসঙ্গে এ অভিনেতা বলেন, যারা উবার চালান, তারা কিন্তু বাংলাদেশের মানুষই। তাই আমি মনে করি, এ বিষয়ে আলোচনা করে মীমাংসা করে নেয়া প্রয়োজন। তারা যদি তাদের ভুল স্বীকার করে বলেন এমন ভুল আর হবে না, আমরা যদি বলি আমাদের কোনো ত্রুটি থাকলে ভবিষ্যতে আমরা সেটা করবো না তাহলেই বিষয়টির মীমাংসা হয়ে যায় বলে আমি মনে করি।

নিজের অবস্থান জানিয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি আরও বলেন, নিজেদের মধ্যে কেন যুদ্ধ করবো। এটা কমিয়ে নেয়াই ভালো। যদি তারা মীমাংসার মানসিকতা নিয়ে আসেন তবে আমরাও সে বিষয়ে এগিয়ে আসবো। আর যদি তারা হুমকি দেয় তাহলে দুটা পক্ষ তৈরি হয়। সেক্ষেত্রে পাশে থাকতে শিল্পী পক্ষকেই আমরা বেছে নেবো। তার যতো আইন সহযোগিতা প্রয়োজন তা আমরা দিতে চেষ্টা করবো।

গত ২১ জানুয়ারি হাতিরঝিল রাইড শেয়রিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন রুবিনা। ভয়াবহ সে ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী জানান, গাড়ি চালক অন্য পথে যাওয়ায় ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুরু করেন। এরপর গ্লাস খুলে জানালা দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রুবিনা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে  ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ ইত্যাদি। সর্বশেষ ‘লিপস্টিক’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। সময়