ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার পর পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দিবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই
নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে এমনটা জানিয়ে ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী।
পাঠকের জন্য চিত্রনায়িকা পরীমণির পোস্টটি তুলে ধরা হলো-
আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-
১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।
ব্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।
এরপরই পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দিবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।
ব্যক্তিজীবনে অনেক চড়াই-উৎড়াই পেরোলেও ক্যারিয়ারের হাল শক্ত করে ধরেছেন পরী। ব্যক্তিজীবন সামলে কাজ করছেন সিনেমা, ওয়েব সিরিজে। পরীর অভিনীত সর্বশেষ সিনেমা ওপার বাংলার ‘ফেলুবক্সী’। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন সিনেমা ‘ডোডোর গল্প’।