News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

‘মন্ত্রণালয় থেকে জানানো হয় ‘অমীমাংসিত’ মুক্তি দেওয়া যাবে না’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-12-17, 9:50am

khdewuiorewo-46783581e46ab7a3088569f12545f5df1765943493.jpg




এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে তার নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন করেছেন। এবার তার পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেল দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।  

দুই বছর অপেক্ষায় পর অবশেষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে  দেখতে পাচ্ছেন দর্শকরা। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ‘অমীমাংসিত’ উপভোগ করতে পারছেন।

রহস্য, থ্রিলার এবং টান টান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত ‘অমীমাংসিত’-এর মুক্তি উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন প্রমুখ।

নির্মাণের শুরু থেকে ‘অমীমাংসিত’ নিয়ে বাড়তি আগ্রহ দেখা যায় দর্শকদের মধ্যে। এর টিজার-ট্রেলার প্রকাশের পর দেখা যায়, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্ম। সেই খুনের তদন্ত করতে ক্রাইম জোনের নানা আলামতের চুলচেরা বিশ্লেষণ করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গল্প মোড় নেয় অন্যদিকে। সিনেমার পরতে পরতে থ্রিল আর লোমহর্ষক ঘটনা।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি ওয়েব ফিল্ম। আমার পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছে। এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা। বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেওয়া হয়েছে। দুই বছর পর অবশেষে মুক্তি পেল ‘অমীমাংসিত’। সবার উদ্দেশে বলতে চাই, এই সিনেমার গল্পটি যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কেসের সঙ্গে মিলিয়ে না দেখা হয়। কারণ, আমরা একক কোনো ঘটনার ওপর নয়, বরং বাংলাদেশের অসংখ্য ‘অমীমাংসিত’ কেসকে সামনে রেখে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে নির্মাণ করেছি। এই সিনেমার কারণে যদি একটি ‘অমীমাংসিত’ মামলায় সামান্য অগ্রগতি আসে, যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিল ‘অমীমাংসিত’-এর। কিন্তু মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে যায়। বিষয়টি উল্লেখ করে পরিচালক বলেন, সিনেমাটি মুক্তির দুই দিন আগে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন আসে। বলা হয় ছবিটি মুক্তি দেওয়া যাবে না। আগে সেন্সর বোর্ডের অনুমতি নিতে হবে। ওটিটি কনটেন্ট সেন্সর বোর্ডের অনুমতি নেওয়ার নিয়ম নেই। তারপরও আমরা সেন্সরে জমা দেই।

‘অমীমাংসিত’ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তিনি বলেন, সবার এক প্রশ্ন ছিল অমীমাংসিত কবে আসবে। অবশেষে এসে গেল।

অভিনেত্রী তানজিকা আমিন ‘অমীমাংসিত’-এর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই প্রথম রায়হান রাফীর সাথে কাজ হলো। সে একজন মেধাবী নির্মাতা। এই কাজটি আসার আগে পরিচিত-অপরিচিত সবার একটাই প্রশ্ন ছিল, অমীমাংসিত কবে আসবে? এটা কি রিলিজ হবে না, আলোর মুখ দেখবে না— কতবার যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি। অবশেষে আসছে ‘অমীমাংসিত।

এর আগে, দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল ‘অমীমাংসিত’। শুটিংসহ সব কাজ শেষ হওয়া সত্ত্বেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৪ সালের নির্ধারিত মুক্তি আর হয়নি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে পুনরায় আপিলের মাধ্যমে মুক্তির অনুমতি মেলে। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।