News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’

সিনেমা 2025-08-04, 12:41am

megher-kopat-1-d771dde543e05b2de0fbbd1fe58995501754246493.jpeg

Megher Kopat



আগস্টের প্রথম রবিবার ৩ আগস্ট বন্ধু দিবসে বাংলালিংকের ওটিটি প্লাটফর্ম টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্লাটফর্মে প্রথম মুক্তি পেল চলচ্চিত্রটি। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে।

সম্পূর্ণ শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

ইতিমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ প্রভৃতি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি একটানা ৪ সপ্তাহ ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। এছাড়া ঢাকার বাইরের সিনেমা হলেও এটি প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ কে ভারতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, টফির অ্যাপ ও ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি উপভোগ করা যাবে। ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটির লিংক: https://toffeelive.com/en/watch/yXd2bpgBcqxnFHJBB0ar