News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-20, 7:57pm

afp_20250620_63489g2_v1_highres_israeliranconflict-266481ecfd8e7a32c63c02ad72edabf91750427851.jpg




ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরপরই দেশজুড়ে ব্যাপক সতর্কতা সাইরেন বেজে ওঠে। এই হামলায় হাইফা শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরের অবস্থা গুরুতর। খবর টাইমস অব ইসরায়েলের। 

আইডিএফ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করতে তৎপরতা শুরু করে। একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিয়ারশেবা, রাজধানী তেল আবিব ও জেরুজালেমে একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

ইসরায়েলের ‘হোম ফ্রন্ট কমান্ড’ দেশব্যাপী সতর্কতা জারি করেছিল। সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হামলা পরবর্তী বেসামরিক নাগরিকরা আশ্রয়স্থল ছেড়ে যেতে বলা হয়।

আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর আসার পর চিকিৎসাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন। দক্ষিণ ও মধ্য ইসরায়েলে অন্যান্য আঘাতের খবর পাওয়া গেছে।

ইরানের সাম্প্রতিক সামরিক অভিযান ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক বিপর্যয়ও সৃষ্টি করেছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতের কারণে ইসরায়েলের ৫ হাজার ১১০ জন নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন, যার মধ্যে শুধু তেল আবিব শহর থেকেই ৯০৭ জন বাস্তুচ্যুত হয়েছেন।

গত আট দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাত চলছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গতকাল ইরানি হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘আর অস্তিত্ব থাকতে দেওয়া যায় না’ বলে কড়া মন্তব্য করেছিলেন। 

অন্যদিকে, খামেনি এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়াকে দেশটির ‘দুর্বলতার লক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন। রাশিয়া ও চীনের মতো বিশ্বনেতারা এই সংঘাতের নিন্দা জানিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।