News update
  • Eid Journey: No Traffic Jam on Dhaka-Chattogram Highway     |     
  • Quake Toll in Myanmar Jumps to 694 Dead, 1,670 Injured: Junta     |     
  • 47m health workers, advocates for cleaner air to curb deaths     |     
  • Bangladesh Seeks 50-Year Water Management Plan from China     |     
  • Khaleda to Celebrate Eid with Family in London After 6-yr     |     

গাজায় আবারও সেহরির সময় হামলা, যন্ত্রণায় চিৎকার ফিলিস্তিনিদের

আল জাজিরা সংঘাত 2025-03-24, 8:28pm

ewrewrwer-ce786a34632e051a25f80d04c67389221742826519.jpg




যুদ্ধবিরতি চলায় প্রাণশঙ্কা একপাশে রেখে পরিবার নিয়ে ভোর রাতে সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন গাজার বাসিন্দারা, তখনই একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে উপত্যকা। গেল মঙ্গলবার (১৮ মার্চ) ইসরাইলি ওই বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারান। তবে, সব উপেক্ষা করে গাজায় আবারও সেহরির সময় হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের শুজাইয়া এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় (রোববার দিবাগত রাতে) চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার কাছে হামলার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী মাহা আলারকান।

তিনি বলেন, ঠিক ভোর ৪টা ০৫ মিনিটে ইসরাইলি বাহিনী ওই বাড়িটিকে লক্ষ্য করে আক্রমণ করে। হঠাৎ করেই সর্বত্র ধুলো, ধ্বংসস্তূপ এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর সবাই চিৎকার করছিল। আহতদের এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছিলেন স্থানীয়রা। তারা আহতদের হাসপাতালে নিয়ে যান।

মাহা আলারকান আরও বলেন, আমরা সবাই এখানে নিরীহ মানুষ এবং আমরা কোনো দলের সাথে যুক্ত নই। ইসরাইলিরা কোনো সতর্কতা ছাড়াই আমাদের ওপর আক্রমণ করেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ৮২ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ৪০৮ জন। 

এছাড়া মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।