News update
  • Stock Market key indexes rise, but SME sector struggles     |     
  • International Criminal Court condemns US sanctions move     |     
  • Yao Wen looks for grand celeb of 50 years of China-BD ties     |     
  • Jashore’s Godkhali flowers expected to fetch Tk 100 crore     |     
  • Turk warns DR Congo crisis may worsen, without inte’l action     |     

ইসরাইল হামাসঃ গাজার জাবালিয়া আর খান ইউনিসে তীব্র লড়াই

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-12-24, 9:29pm

3f4361db-4728-4add-af98-9b82804287ff_w408_r1_s-bbab3efd4d13bf969c8485a5bb58d4d41703431755.jpg




ইসরাইলি আক্রমণের লক্ষবস্তু এবং লড়াইয়ের কেন্দ্র ছিল গাজার উত্তরে জাবালিয়া অঞ্চল। ইসরাইল বলছে, তারা উত্তর গাজা প্রায় সম্পূর্ণ ভাবে তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ইসরাইল বলেছে, তারা গত এক দিনে গাজায় প্রায় ২০০ টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক মুখপাত্র জনাথান কন্রিকাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন ‘’আমাদের প্রচেষ্টা হবে দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে।’’

হামাস বলছে, ইসরাইলি হামলার আঘাত এসে পড়েছে জাবালিয়া আর খান ইউনিসে, যেটা গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের জন্মস্থান এবং ক্ষমতার কেন্দ্র।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হেগারি বলেন, ‘’ আইডিএফ সৈন্যরা খান ইউনিসে অভিযান অব্যাহত রেখেছে। একই সাথে তারা তাদের কার্যক্রম গাজার অন্যান্য এলাকায় বিস্তার করবে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে।‘’

ইসরাইলি সৈন্য নিহত

তবে সপ্তাহান্তের লড়াইয়ে এক ডজনের বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী এই লড়াইকে ২০ অক্টোবর স্থল অভিযান শুরু হবার পর থেকে সব চেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর অন্যতম বলে বর্ণনা করেছে।

ইসরাইল রবিবার জানায়, এ’পর্যন্ত ১৫৩ জন সৈন্য নিহত হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির দাবীতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এই সপ্তাহান্তে যেখানে বিক্ষোভ হয়েছে, তার মধ্যে ছিল লন্ডন, নিউ ইয়র্ক, ইস্তানবুল আর ইয়েমেনের রাজধানী সানা

সাত অক্টোবর হামাস দক্ষিন ইসরাইলের বিভিন্ন শহর-গ্রামে হামলা চালায়। ইসরাইল বলছে, হামাসের হামলায় ১,২০০ লোক নিহত হয়। হামাস, যাদের যুক্তরাষ্ট্র আর অন্যান্য কয়েকটি দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায়, যাদের মধ্যে ১২৯ জন এখনো গাজায় আটক রয়েছে।

গাজায় হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রানালয় বলছে, ইসরাইলি হামলায় ২০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। তথ্য সূত্রঃ ভয়েস অফ আমেরিকা বাংলা।