News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

বিটিআরসির সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফলাফল নেই: এমবিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-12-09, 3:07pm

214cd4e3772576f9aafd9d03ab2e0cb76ed7eb36c2d9fd6e-6cd4412b0cb1f7f386fa1bb8db1fd94d1765271222.jpg




বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠক কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এমবিসিবির সভাপতি জানান, বিটিআরসির সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে অনড় সরকার।

আগামীকাল আবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি বৈঠকে বসবে। সে পর্যন্ত অপেক্ষা করব। এরপর পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান মোহাম্মদ আসলাম।

এদিকে, সকালে এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, দেশে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আদেশ পেলে বাস্তবায়ন করবে এনবিআর। শুল্কছাড় দেয়া হলেও তা হবে স্বল্প সময়ের জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে বৈঠকে বসেন মোবাইল বিজনেস কমিউনিটির ১০ সদস্যের প্রতিনিধি দল।

মোবাইল ব্যবসায়ীদের দাবি, হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম এক বছর পর চালু করা হোক। করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান তারা। বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানোর দাবিও তাদের।