News update
  • 2025: Resilient Economies, Smart Development, and More Jobs      |     
  • Dhaka rejects India's statement on incident at BD HC residence, New Delhi      |     
  • Stocks end lower; trading falls at DSE, improves at CSE     |     
  • No need to be kind to election disruptors: EC to law enforcers     |     
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     

ভোলার মনপুরায় সমবায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-02-15, 2:33pm

image-79032-1676443195-fc2a4b6156de94504e9fdcbec67a37d51676449984.jpg




জেলার মনপুরা উপজেলায় আজ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার। দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমবায় অফিসার মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও জেলা সমবায় অফিসার মো: হুমায়ুন কবির।

উপজেলা সমবায় অফিসার জানান, প্রশিক্ষণে সমবায় সদস্যদের সমবায় আদর্শ, আইন ও বিধিমালা সম্পর্কে অবহিত করা হচ্ছে। তাদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধ করা হয়। একইসাথে মাদক, যৌতুক, বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও সচেতন করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।