ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্জীদা খাতুন মারা গেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ভুবনে।
সন্জীদা খাতুনের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ছেলে পার্থ তানভীর নভেদ। সময়