News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, নিয়মাবলি প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-11-21, 8:54am

img_20251121_085315-98500d752da4c0cd98839428ab6b49061763693697.jpg




সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায়। অনলাইনে আবেদন চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।

এ বছরও পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক প্রি-পেইড নম্বর দিয়ে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রতিটি আবেদনের ফি ১০০ টাকা।

আবেদনের প্রধান নিয়মাবলি

ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।

* কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) দাবি করলে অবশ্যই সংশ্লিষ্ট বক্সে টিক (✔) দিতে হবে, নাহলে কোটা বিবেচিত হবে না।

* রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট) আপলোড করতে হবে।

* ফরম সাবমিট করার পর ছবিসহ Applicant’s Copy প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে হবে। এই কপিতে পাওয়া User ID দিয়েই ফি জমা দিতে হবে।

এসএমএসের মাধ্যমে ফি জমা দেয়ার নিয়ম

১. প্রথম এসএমএস: GSA <space> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: GSA ABCDEF → Send to 16222

২. ফিরতি এসএমএসে নাম ও PIN পাওয়া যাবে।

৩. দ্বিতীয় এসএমএস: GSA <space> YES <space> PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সতর্কতা

একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে বা অসদুপায় প্রমাণিত হলে আবেদন বাতিল হবে।

আবেদনপত্রে দেয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই সঠিকতা নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুলভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।