News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, কোথায় কে দায়িত্ব পেলেন

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-04-09, 8:33am

rr4534324-df8129a728e595cfadfd31e944d557171744166027.jpg




অধ্যাপক পদমর্যাদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দেশের ১৩৫টি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন।

নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তাঁদের বর্তমান কর্মস্থল থেকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাঁরা অবমুক্ত না হলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।