News update
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     
  • Chandpur’s century-old municipal clinic closes: Poor in peril     |     
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     

কিডনির নষ্টের শেষভাগে বোঝা যায় যেসব গুরুতর লক্ষণ

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-09-16, 7:38am

2e6090d047b61a9df2152649563edffde783aaa7c3e04456-0c4fc7b43028654ec85691d6a08511c61757986697.jpg




প্রাণঘাতী এই রোগ শরীরে বাসা বাঁধার আগেই জেনে নেওয়া যাক কিডনি রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণগুলো কী কী। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে দেখা দেয় যেসব গুরুতর লক্ষণ।

শুরুতে কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেগুলো হয়তো আপনি পাত্তাই দেবেন না-

১. অতিরিক্ত দুর্বলতা।

২. ক্ষুধামান্দ্য বা খাওয়ার অনিচ্ছা।

৩.  কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব।

৪. কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া।

৫. প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া।

৬. প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া।

দেখে নিন গুরুতর লক্ষণ

১. তলপেটে ব্যথা।

২. প্রস্রাবের সময় জ্বালাপোড়া।

৩. কোমরের অথবা নাভির দুই পাশে ব্যথা।

৪. চোখের নিচে বা মুখে পানি আসা বা চোখ–মুখ ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া।