News update
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     
  • Palm trees axed in Naogaon bypass for safety of electric line     |     

২৭ ডিসেম্বর ঘোষণা হতে পারে সমন্বিত ইসলামি ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-24, 9:06am

86415f69508848c1a2b2ee4756eeafed9a258f92b0bfb2a0-3f6a403d9a2372d2b110bdc6ccc630c81766545564.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দলের শীর্ষ নেতারা। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ আট দল।

আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠে দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে ইসলামী দলগুলোর এই জোট।

নির্বাচনী এলাকার জরিপ বিশ্লেষণ করে আট দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনও কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সাম্প্রতিক কিছু ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির বিকল্প নেই।

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত।