
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। ২৯ ডিসেম্বর পর্যন্ত মূল পরীক্ষাগুলো চললেও ব্যবহারিক পরীক্ষা চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে জাবির এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ছয় শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট ও দুই শিফটে ‘ই’ ইউনিট; ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট ও পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের একাংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ২৪ ডিসেম্বর আরও পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৮ ডিসেম্বর প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ‘আইবিএ-জেইউ’ ইউনিট এবং পরবর্তী তিন শিফটে ‘এ’ ইউনিটের একাংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বাকি চার শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত ‘সি১’ ইউনিট, অর্থাৎ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর জাবিতে মোট সাতটি ইউনিটে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে দুই লাখ ১৯ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১১৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান। ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যেকোনো ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।