
Muslim League secretary general Adv Kazi Abul Khair.
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নং ০২১, প্রতীক হারিকেন), এখন পর্যন্ত কোন রাজনৈতিক জোটে যোগ দেয়নি। আজ (০৮ ডিসেম্বর, ২০২৫) গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ২০টি দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন ঘোষিত জোটে মুসলিম লীগের নাম দেখে দুপুর ২.০০টায় বাংলামটরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক জরুরী সভায় মিলিত হয়ে এ সংবাদকে অন্তঃসারশূন্য অভিহিত করে প্রতিবাদ জানিয়েছেন। কর্মী-সমর্থক ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের দৃঢ়তার সাথে নিশ্চিত করেন, বাংলাদেশ মুসলিম লীগ এখন পর্যন্ত কোন জোটে যোগ দেয়নি এবং সদ্য ঘোষিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাথে বাংলাদেশ মুসলিম লীগের কোন সম্পর্ক নেই। গোটা দলকে পাশ কাটিয়ে, পতিত সরকারের ধামাধরা ব্যক্তিদের সাথে জোটে সম্পৃক্ত হওয়ার এ্যাড. মহসীন রশিদের উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত, কোন ভাবেই বাংলাদেশ মুসলিম লীগের দলীয় সিদ্ধান্ত নয়।
স্থায়ী কমিটির অন্যতম সদস্য সৈয়দ আব্দুল হান্নান নূরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, দলীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জি. গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী ও শেখ মো. আবু জাফর, সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শফিকুল ইসলাম, মাকসুদুর রহমান, কাজী এ.এ কাফী, অন্যতম সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান মাসুদ, মাহবুবুর রহমান ভূঁইয়া ও আব্দুল কুদ্দুছ মোল্লা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবেল বিন গাফ্ফার, যুব সম্পাদক শফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, আইন সম্পাদক এড. সজিব ভূঁইয়া, ত্রাণ সম্পাদক রায়হান খান, নির্বাহী সদস্য সাখাওয়াৎ হোসেন, মো. সোলায়মান, মো. মামুন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, বিগত ১০ই অক্টোবর, ২০২৫ তারিখে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ার্কিং কমিটির সভায়, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও সুবিধাভোগীদের সাথে কোন ধরনের রাজনৈতিক জোটে আদর্শিক কারণে মুসলিম লীগ যোগ দেবে না, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ওয়ার্কিং কমিটির সভার সিদ্ধান্তকে অবজ্ঞা করে ও গোটা দলকে অন্ধকারে রেখে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের জোট ঘোষণার সভায় দলের সভাপতি এ্যাড. মহসীন রশিদ উপস্থিত থাকায় দলীয় নেতৃবৃন্দ তাকে একজন নৈতিকতা বিবর্জিত, স্বার্থান্ধ ও সাংগঠনিক রাজনীতিতে অনুপযুক্ত ব্যক্তি অভিহিত করে গভীর নিন্দা জানান। সভায়, দলীয় সভাপতির এহেন আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আগামী ১৩ই ডিসেম্বর,২০২৫ সকাল ১০.০০টায় দলীয় কার্যালয়ে জরুরী ভিত্তিতে কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। - প্রেস বিজ্ঞপ্তি