News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

'এরা মুসলমান নামের ভন্ড'-এবিএম মোশাররফ হোসেন

রাজনীতি 2025-11-26, 10:56pm

bnp-leader-abm-mosharraf-hossain-speaking-at-a-rally-in-kalapara-on-wednesday-925167a07d7f985060045086c88fed0b1764176186.jpg

BNP leader ABM Mosharraf Hossain speaking at a rally in Kalapara on Wednesday.



পটুয়াখালী: 'পাখা ও দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী পাবেন ভোট, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এরা মুসলমান নামের ভন্ড। এদের থেকে সবাইকে সতর্ক ও সাবধান থাকতে ভোটারদের আহবান জানান বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।' বুধবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন 'এবারের নির্বাচনে প্রতীক পরিবর্তন হওয়ায় ব্যালটে নৌকা থাকবে না। তাই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করলে একটি সুখী-সমৃদ্ধ কলাপাড়া গড়ে তোলা সম্ভব হবে।' 

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরানকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের দুইটা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়।

তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, ‘আপনারা ভাগ্যবান, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইউনিয়নে স্বনির্ভর খাল খনন করেছিলেন।’

বালিয়াতলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মজিবুর হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির, বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ। - গোফরান পলাশ