
জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে ভোটাররা বিভ্রান্তিতে পড়বেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে, সে জন্য ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার (২২ নভেম্বর) সকালে খুলনার খানজাহান আলী থানাধীন আটরা–গিলাতলা ইউনিয়নের নারী ভোটার সমাবেশ তিনি এসব কথা বলেন।
মিয়া পরওয়ার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সংশোধনের বিষয়টি আগে গণভোটে আসা উচিত। ইসলামী দলগুলোর পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে এবং বিভাগীয় শহরগুলোতে বৃহৎ সমাবেশ করা হবে। তার দাবি, দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, প্রশাসন এখনো একটি দলের নির্দেশেই চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়।
এদিন সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠের সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে তরুণরাই সরকার গঠনের মূল শক্তি। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে সাড়ে চার কোটি তরুণ; তাদের ভোটেই নির্ধারিত হবে আগামীর সরকার।
তরুণদের আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ন্যায় ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গ্রুপভিত্তিক প্রচারণা চালিয়ে দাঁড়িপাল্লা মার্কা ভোটের দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। ইসলামী গণজাগরণ ঠেকাতে যেমন আওয়ামী লীগ অতীতে বিভিন্নভাবে জামায়াত-শিবিরকে ট্যাগ করত, এখন বিএনপিও একই ভূমিকা পালন করছে। এতে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হচ্ছে।
এদিন আটরা–গিলাতলা, দামোদর ও ফুলতলা এলাকায় একাধিক ভোটার সমাবেশ, নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগে অংশ নেন মিয়া গোলাম পরওয়ার।
রাতে ডুমুরিয়ার সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।