News update
  • Overnight rain floods Chattogram, causes traffic chaos     |     
  • Khagrachhari violence: 3 cases against 1, 000 unknown people     |     
  • Durga Puja ends today thru immersion of idol     |     
  • Bay Deep depression likely to cross Odisha by Thursday night     |     
  • Human Rights Groups Urged to Unite Against Racism     |     

শাপলা নয়, এনসিপি-কে যেসব বিকল্প প্রতীকের অপশন দিলো ইসি

রাজনীতি 2025-10-02, 8:52pm

07e81bee35895cade41c9ad9bd67c44c07b306cb2cbb60ac-4b174bed3f5ad29bb7329c8933f908981759416756.jpg




নিবন্ধনের জন্য আবেদনকারী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না।

নির্বাচন কমিশন (ইসি) দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে শাপলা প্রতীকের বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতিসহ মোট ৫০টি প্রতীক থেকে যে কোনো একটি বেছে নিতে নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। নির্বাচন কমিশন সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে প্রথমে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করেছিল। পরে তারা তা সংশোধন করে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে আবেদন করে।

তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। এ কারণে ইসি তাদের আবেদনটি বাতিল করে।

এনসিপিকে যে ৫০টি প্রতীক থেকে মার্কা পছন্দ করতে বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, জগ, টিউবওয়েল, টেবিল, ফ্রিজ, বক, মোরগ, কলম, বাঁশি, লাউ, চিংড়ি, থালা, বালতি, মোবাইল ফোন, শঙ্খ, হাঁস ও হেলিকপ্টার।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় পরবর্তী পদক্ষেপ হিসেবে এনসিপি-কে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক লিখিতভাবে জানাতে বলা হয়েছে।