News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

নীতির পরিবর্তন না করে কেবল নেতা পরিবর্তন করার জন্য জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয়া নাই

-মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই

রাজনীতি 2025-09-18, 11:02pm

mufti-syed-faizul-karim-addressing-an-iab-rally-in-konapara-in-demra-on-thursday-0a953b2777f0d2f665788825cd47724c1758214973.jpg

Mufti Syed Faizul Karim addressing an IAB rally in Konapara in Demra on Thursday.



ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, শায়েখে চরমোনাই আজ ১৮ জুলাই, বৃহস্পতিবার ঢাকা-৫ আসনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নির্বাচন-ই মুক্তির পথ নয়। বাংলাদেশে এর আগেও বারোবার জাতীয় নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনের মধ্যে দিয়ে জাতি একদল নতুন অপরাধপ্রবণ নেতা-কর্মী পেয়েছে। অতিতের নির্বাচনগুলোর মতো মাস্তান-চাঁদাবাজরা ক্ষমতায়িত হলে মুক্তি আসবে না। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন করতে নির্বাচন আয়োজন করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। তাই সংস্কার-বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এইচ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শায়খে চরমোনাই বলেন, জুলাইতে আমি স্বশরীরে মাঠে ছিলাম। অন্য কোন নেতাকে মাঠে দেখি নাই। জীবনের ঝুঁকি নিয়ে বন্দুক-কামানের সামনে লড়াই করেছি দেশ থেকে জুলুম, ধর্ষণ, হত্যা ও রাহাজানি বন্ধ করার জন্য কিন্তু জুলাইয়ের পরে সেগুলোই আরো বিভৎসরুপে ফিরে এসেছে। আমরা এটা মেনে নিতে পারি না। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। হাতপাখার জয় মানে গরীব, মেহনতি মানুষের জয়। অসহায় মানুষের সহায়। ক্ষুধাতুর মানুষের আহারের নিশ্চয়তা। ইসলাম ক্ষমতায় এলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই শান্তিতে থাকবে। বস্ত্রহীন বস্ত্র পাবে। আমরা দায়িত্ব পেলে কোন টাকা বিদেশে পাচার হবে না। 

মুফতি সৈয়দ ফয়জুল করীম চ্যালেঞ্জ করে বলেন, অনেক মার্কা দেখেছেন। এবার আমাদেরকে পরীক্ষা করে দেখেন। যদি আমরা কথা রাখতে না পারি তাহলে আর কোনদিন আপনাদের সামনে আসবো না। 

কোনাপাড়া বাসস্টান্ডে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও ঢাকা-৫ আসনের প্রার্থী এম এইচ মোস্তাফা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই যাত্রাবাড়ি, ডেমরার অবদান অনেক বেশি। জুলাইয়ের প্রত্যাশা পূরণেও এই এলাকা অগ্রণী ভূমিকা পালন করবে;ইনশাআল্লাহ। মানুষের প্রত্যাশা পূরণে আমি আপনাদের পাশে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।

গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকি, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, যুব নেতা মানসুর আহমাদ সাকি, ছাত্র নেতা মাহবুবুর রহমান, হাজি ইব্রাহিম ও আলতাফ হোসেন প্রমূখ। 

গণসমাবেশে এম এইচ মোস্তফাকে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দায়িত্ব প্রদান করেন মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। - - প্রেস বিজ্ঞপ্তি