Islami Andolan logo
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আগামীতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন। তারা ডাকসু নির্বাচনে দেখিয়ে দিয়েছে পেশীশক্তির ব্যবহার করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। যেনতেনভাবে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার সুযোগ ছাত্র-জনতা আর দিবে না। রাজনৈতিক দলগুলোকে সুবিধাবাদী অবস্থা থেকে ফিরে আসতে হবে। না হলে কিন্তু ঢাবি ছাত্ররা ভিন্ন উদাহরণ দেখিয়েছে।
আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের দায়িত্ব সৎ, অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী রাজনীতি গড়ে তোলা। তাহলেই আগামী দিনের জন্য একটি ভালো নির্বাচন এবং একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব হবে। এ প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং পরিবর্তনের দাবি তুলছে। রাজনীতি শুধুই মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই যদি হয়ে থাকে, তবে তা টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোর পক্ষে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব। জনগণ বিকল্প খুঁজছে। নিজেদেরকে শোধরাতে না পারলে ভবিষ্যত অন্ধকার হবে, এটা বুঝার শক্তি অর্জন করা উচিত। - প্রেস বিজ্ঞপ্তি