News update
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     

কলাপাড়ায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী

রাজনীতি 2025-09-03, 10:48pm

a-clourful-rally-was-bnrought-out-in-kalapara-in-observance-of-the-founding-anniversary-of-bnp-pn-wednesday-c362c6ea6524f1ef4761bb4a6bc6e06d1756918083.jpg

A colourful rally was bnrought out in Kalapara in observance of the founding anniversary of BNP on Wednesday.



পটুয়াখালীবিএনপি' ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য ্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি' উদ্যোগে দলীয় চত্বর থেকে ্যালীটি শুরু হয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। মুষলধারার বর্ষা উপেক্ষা করে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

্যালী শেষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি' সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ। 

এসময় তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। দলের ৪৭ বছরের এই দীর্ঘ পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের আন্দোলনের শক্তি। - গোফরান পলাশ