News update
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     

সরকার কেন এগুলো প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-12, 6:05pm

0e37e103895bdef9d8e32f2c470bccb74e4a7cb28d62035a-421abde7a44b45a488c5095b7d528f131752321917.jpg




দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১২ জুলাই) বিকালে একথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে।

আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি।

যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তারেক রহমান।