News update
  • Malawi Women Face ‘Sex for Fish’ Abuse in Lakeshore Areas     |     
  • UNOC Spurs Global Drive to Boost Ocean Protection, Funding     |     
  • UN Debates Rsing Cvilian Toll Amid Global Conflicts     |     
  • Lifesaving Gaza Aid Resumes After 11-Week Blockade     |     
  • UN Reform: A Vital Process, Not a Funding Crisis Reaction     |     

আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-22, 5:18pm

img_20250522_171659-17c6de5d88ea808b13828d34c349db651747912719.jpg




আগামী ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন। 

এ সময় তিনি বলেন, আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো।

ইশরাক হোসেন বলেন, গতকাল (বুধবার) বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকব। আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করব। এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামব।

আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে এ বিএনপি নেতা বলেন, আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।

তিনি আরও বলেন, আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।

এর আগে, বুধবার সকাল থেকে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) 

মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।