News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

ডেইলি মেইলের প্রতিবেদন: টিউলিপের বিরুদ্ধে আসতে পারে রেড অ্যালার্ট

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-04-15, 7:17pm

rrtwtwet-389c65eeb6010086fe8c07112ff0c3321744723076.jpg




বাংলাদেশে দুর্নীতির অভিযোগে এরই মধ্যে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও তিনি বলছেন, এসব ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’। আমি এই ধরনের ভিত্তিহীন অভিযোগকে কোনো মর্যাদা দিতে চাই না। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমি কিছু ভুল করেছি।

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এই টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চাচ্ছে ঢাকা। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তিনি আদালতে হাজির না হলে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বব্যাপী তাকে খুঁজে বের করে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার (১৪ এপ্রিল) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, যদি অভিযুক্ত টিউলিপ আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

দুদকের অভিযোগ, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে রাজধানীর অভিজাত এলাকা পূর্বাচল নিউ টাউন প্রকল্পে তার মা, ভাইবোনের নামে ৩টি প্লট বরাদ্দ নেন। এসব ব্যক্তি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এ মামলার চার্জশিট গ্রহণ করেন এবং টিউলিপকে আদালতে পলাতক হিসেবে ঘোষণা করেন। একইসঙ্গে তার মা শেখ রেহানা (৬৯), ভাই রাদওয়ান (৪৪) ও বোন আজমিনা (৩৪)-র বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে জড়িত জানুয়ারিতে সিটি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। ওই সময়ে ডেইলি মেইল প্রকাশ করে, তিনি ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশে রাশিয়া-নির্মিত পারমাণবিক প্রকল্প থেকে তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। যদিও তিনি এই অভিযোগও অস্বীকার করেন।

টিউলিপের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি লন্ডনের কিংস ক্রসে যে ফ্ল্যাটে থাকেন, সেটি তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ডেভেলপারের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। যদিও এর আগে বাবা-মা কিনে দিয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।

ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ সরকার যদি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে, তবে যুক্তরাজ্যের মন্ত্রী ও বিচারকদের কাছে পরিষ্কার প্রমাণ পেশ করতে হবে। কারণ যুক্তরাজ্য বাংলাদেশকে ২-বি শ্রেণির প্রত্যর্পণযোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।আরটিভি