সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সুচতুরভাবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এর পেছনে মহৎ কোনো উদ্দেশ্য নেই। বাংলাদেশকে অরক্ষিত করতে এই প্রচেষ্টা করা হচ্ছে।’
ফখরুল বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
একই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘দেশের অস্তিত্ব বিলীন করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।’
তিনি বলেন, ‘দৃশ্যমান সংস্কার শুরু করা উচিত। আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কারের জন্য কাগজপত্র জমা দিয়েছে। সচিবালয়সহ প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যারা ষড়যন্ত্র করছে, তাদের খুঁজে বের করেন।’ সময় সংবাদ