News update
  • Bangladesh condemns Israeli military aggression in Gaza     |     
  • WTO: Standing Tall as the Winds Howl     |     
  • HC orders screening of film 'The Remand' on July Uprising     |     
  • Unfit launches won't be allowed on Chandpur-Dhaka route: DC     |     
  • Tarique warns of threats to democracy, vows to uphold secular trait     |     

চন্দ্রিমা উদ্যান ফের ‘জিয়া উদ্যান’ নামেই পুনর্বহাল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-19, 10:08pm

5f4447d10be06bba6d6489a480745fdd11d917f0e78c7404-4160f4d2747a2a9d71912d2833f20c221742400487.jpg




রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’ আবারও ফিরল আগের নামে। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’ নামেই পুনর্বহাল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে গত ১১ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’ নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখে। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার তাদের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করল।