News update
  • BNP submits list of 848 July-August martyrs to tribunal     |     
  • Aynaghar sample of AL govt's brutality; CA says after visit     |     
  • Automated Weather Station (AWS) at SAU     |     
  • UN says former BD govt behind possible 'crimes against humanity'     |     
  • UN report finds brutal, systematic repression of July protests     |     

আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-13, 1:47pm

rtyertew-f128e4bb60fe64c8106fd0cbc68ec1411739432825.jpg




বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই সমর্থন করব না, কারণ মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না।’  

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।’

এদিকে, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চায় জামায়াতে ইসলামী। এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই চায় জামায়াত। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে পুরো ভোট বন্ধ করার ক্ষমতা পুনর্বহাল করতে হবে।’

রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিলের দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।  

জাতিসংঘের তৈরি করা জুলাই গণহত্যার প্রতিবেদনে নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জাতিসংঘ যখন বলে, তখন সবাই বিশ্বাস করে। আর যখন রাজনৈতিক দলগুলো কিছু বলে, অনেকে বিশ্বাস করতে চায় না। জাতিসংঘের প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই তারই নির্দেশ ছিল।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে। দেশে এনে তাকে বিচারের আওতায় আনা হবে।’