News update
  • BNP submits list of 848 July-August martyrs to tribunal     |     
  • Aynaghar sample of AL govt's brutality; CA says after visit     |     
  • Automated Weather Station (AWS) at SAU     |     
  • UN says former BD govt behind possible 'crimes against humanity'     |     
  • UN report finds brutal, systematic repression of July protests     |     

রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুততম সময়ে শেষ করে নির্বাচন দেশবাসির প্রাণের দাবি

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

রাজনীতি 2025-02-13, 11:49am

an-islami-andolan-rally-was-held-at-mugdha-on-wednesday-12-feb-2025-045834e3b0bb85a448fed8e86b2d02241739425752.jpg

An Islami Andolan rally was held at Mugdha on Wednesday 12 Feb 2025.



ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংষ্কার কাজ সম্পন্ন করে প্রথমে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা উচিত। সংষ্কার ছাড়া নির্বাচন দিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠন করা কখনো সম্ভব হবে না। স্বাধীনতার ৫৩ বছরে যারা দেশকে শাসন করেছে এরাই বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে ভাল কিছু দিতে পারেনি। দীর্ঘ ৫৩ বছর পর জনগণের আকাঙ্খা পুরণের সময় এসেছে। এটাকে কাজে লাগাতে হবে। কিন্তু বড় দলটির চাপে সংষ্কার কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। মাওলানা ইমতিয়াজ বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর মুগদা থানা শাখার উদ্যোগে মান্ডা হায়দার আলী স্কুল মাঠে অনুষ্ঠিত থানা সম্মেলন ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম। মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদারের সভাপতিত্বে ও জানে আলম সোহেল এবং যুবনেতা আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাকিম, ক্বারী ইব্রাহিম খলিল। এছাড়াও ওয়ার্ড এবং থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি মুগদা থানা ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে হাজী মুহাম্মদ হানিফ সিকদারকে সভাপতি ও জনাব সাইফুর রহমানকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও পেশিশক্তিমুক্ত নির্বাচনের লক্ষ্যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিকল্প নেই। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি