News update
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     

যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডে ববি হাজ্জাজের নিন্দা

রাজনীতি 2025-02-01, 9:57pm

comilla-sadar-upazila-juba-dal-leader-tauhidul-islam-dies-of-injuries-after-arrest-591fb42e75da9d6e7ede74361b2e7d991738425426.jpg

Comilla Sadar Upazila Juba Dal leader Tauhidul Islam dies of injuries after arrest.



কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে পিতার কুলখানি অনুষ্ঠান থেকে যৌথবাহিনী কর্তৃক আটকের পর নির্যাতনের চিহ্নসহ একদিনের মাথায় মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, “জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলাকে বাঁধা দেবার মত দুঃখজনক ঘটেছে। রাস্তায় নেমে ৭ কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয়েছে। দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি এবং বিনিয়োগে মন্থর গতি। আমরা যখন মৌলিক সমস্যাগুলো সমাধানে ব্যস্ত ঠিক তখন এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছি। যৌথবাহিনী কোন কারণ দর্শানো ছাড়াই যুবদলের এক নেতাকে ধরে নিয়ে একরাতের মধ্যে নির্যাতন করে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলো এতে আমরা স্তম্ভিত। ফ্যাসিস্ট হাসিনার আমলের মত ঘটনার পুনরাবৃত্তি নতুন বাংলাদেশে কেন ঘটবে?”

ববি হাজ্জাজ বলেন, “হাসিনা আমলে ধারাবাহিকভাবে বিরোধী মত এবং পথের লোকজন নির্যাতিত হয়েছে।  গুম-ঘুনের ঘটনা ছিলো  নিত্যঘটনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা সেটা জানতে চাই। প্রশাসনের ভিতর এখনো আওয়ামী ভূত ঘাপটি মেরে আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কালক্ষেপণ করছে বলেই এই ঘটনা ঘটেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আমরা এই ঘটনার বিচার চাই।”

ববি হাজ্জাজ বলেন, “আমরা উদার গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে চাই। ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের সুযোগ নিশ্চিত করতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে উন্নত করতে চাই এবং যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় মানে উন্নত করা সম্ভব সেটার বাস্তবায়ন দেখতে চাই। আইনশৃঙ্খলা বাহিনী যেন জনগণের সাথে ঔপনিবেশিক শাসনামলের মত আচরণ না করে আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।” - মারুফ সরকার,  প্রতিবেদক