News update
  • Dense fog blankets Dhaka as wintry chill disrupts normal life     |     
  • BGB must maintain strategic relations with neighbours: Adviser     |     
  • Tarique’s nomination papers submitted for Dhaka-17 seat     |     
  • RAB seizes gunpowder, bomb-making materials in Chapainawabganj     |     
  • Dhaka–M’singh train services halted as miscreants remove rail line      |     

ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর হবে সরকার: উপদেষ্টা নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-30, 5:28pm

img_20250130_172652-8f3d1fe507e1c8756191d85a95e8255a1738236519.jpg




ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।

তিনি বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোন চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবেনা।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলে তথ্য উপদেষ্টা।

স্পষ্টভাষায় তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।

আরটিভি