An illegal trawling boat along with 14 fishermen seized in Kuakata on Friday.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে কুয়াকাটা সংলগ্ন আলিপুর- মহিপুর মৎস্য বন্দর এলাকা থেকে এ অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন আলিপুর-মহিপুর এলাকার শিববাড়িয়া ও সমুদ্র মোহনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোট ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ