News update
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

মৎস 2025-09-03, 10:43pm

this-hilsa-fish-weighing-2-9625cd48da1b52b057d0463daf5583a91756917817.jpg

This hilsa fish weighing 2.1 kg was sold got Taka 6,000 at Kalapara on Wednesday.



পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ১'শ গ্রাম ওজনের একটি ইলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়। 

জানা গেছে, গত সোমবার পহেলা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সাথে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। মাছটি মহিপুর আড়তে আনা হলে স্থানীয় জনতার ভিড় জমে যায়।

মাছটির ক্রেতা ছগির আকন জানান, বুধবার সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে আসলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ।  যদি নিয়মকানুন মেনে মাছ ধরা হয়, তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে। - গোফরান পলাশ