News update
  • Climate Summit 2025: The path to COP30     |     
  • Apon, Cocola, Ispahani food owners face arrest for adulteration     |     
  • Dhaka set for most transparent election: Yunus tells global leaders     |     
  • Prof Yunus seeks WTO support for Dhaka’s smooth LDC graduation     |     
  • Smear campaigns being carried out to eliminate BNP: Rizvi     |     

মাঝ আকাশে বিমানের ককপিটের দরজা খোলার চেষ্টা যাত্রীর, অতঃপর... 

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-09-23, 11:36am

54654645645-8de316ae9964f965e2de8941fa979ddb1758605804.jpg




এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী ককপিটের দরজা খোলার চেষ্টা করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে আইএক্স-১০৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রী জীবনে প্রথমবার বিমানে উঠেছিলেন। তিনি শৌচাগার খুঁজতে খুঁজতে ককপিটের প্রবেশপথে চলে যান এবং দরজা খোলার চেষ্টা করেন। ক্রুরা তাকে থামালে তিনি শান্তভাবে ফিরে আসেন।

সংস্থার মুখপাত্র বলেন, আমাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল অত্যন্ত শক্তিশালী। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হয়নি। বিমান অবতরণের পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয় এবং তদন্ত চলছে।

তবে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যাত্রী ককপিটের দরজার জন্য পাসকোড প্রবেশ করিয়েছিলেন। এতে হাইজ্যাক আতঙ্কে পাইলট তাকে আটকে রাখেন। যদিও হিন্দুস্তান টাইমস এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

অন্যদিকে জানা যায়, যাত্রী কেন ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। তিনি আরও সাতজনের সঙ্গে ভ্রমণ করছিলেন। বারাণসীতে বিমান অবতরণের পর তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফ জানিয়েছে, ওই যাত্রী ও তার সঙ্গে থাকা সাতজনের লাগেজ পুনরায় তল্লাশি করা হয়েছে।

ঘটনাটি ঘটে লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিলম্বিত হওয়ার মাত্র একদিন পর। সেখানে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগানো হলেও এক যাত্রী বিমানে ওঠেননি, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিমান নিরাপত্তা নিয়ে। সূত্র: আনন্দবাজার.কম