News update
  • Pak, Saudi agree to convene OIC FMs meeting over Gaza     |     
  • UN HR Office news confce on Bangladesh July protests Feb 13     |     
  • Most nations miss deadline for plans to fight climate change     |     
  • Member States differ on response to US withdrawal from WHO     |     
  • Tension erupts at BoI Mela over Taslima Nasreen’s book     |     

ভারতে ‘মুখোমুখি’ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিমান

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-02-10, 8:24pm

ertewtwe-cdfb2f2995d33791c5a4b1ea6755722b1739197447.jpg




রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে আলোচনা থাকে সবসময়ই। দেশ দুটির কাছে থাকা অত্যাধুনিক সব যুদ্ধবিমান নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। এবার ভারতে প্রথমবারের মতো ‘মুখোমুখি’ হয়েছে রুশ ও মার্কিন দুই যুদ্ধবিমান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম এয়ার শো ‘অ্যারো ইন্ডিয়া’। 

ভারতের এই এয়ার শো-এর ১৫তম সংস্করণকে ‘বিশেষ’ বলা হচ্ছে, কারণ এতে এক ফ্রেমে দেখা গেছে আমেরিকান এবং রাশিয়ান যুদ্ধবিমান। 

ভারতের এই এয়ার শো-তে অংশ নিয়েছে পঞ্চম-প্রজন্মের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত রাশিয়ার এসইউ-৫৭ এবং যুক্তরাষ্ট্রের এফ-৩৫ লাইটনিং ২। 

এনডিটিভি জানিয়েছে, চারদিনের শো-তে প্রতিদিনই এরিয়াল ডিসপ্লেতে অংশ নেবে এসইউ-৫৭ এবং এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান।