News update
  • Human Rights a Key Driver of Climate Change Progress     |     
  • Security measures at Shahjalal Airport enhanced     |     
  • Polls in early next year: Prof Yunus tells Marco Rubio      |     
  • Bangladesh’s Apparel Exports to US Hit $7.34bn in Decade     |     
  • UN Chief Urges Urgent Aid Boost Amid Global Crises     |     

ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তরকে ৫৪ ঘন্টা পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে উদ্ধার

মানবাধিকার 2025-02-09, 11:07pm

patuakhali-gono-adhiker-antor-with-police-after-recovery-95805ffdd597cbc88b91d72e52fd4e251739120829.jpg

Patuakhali Gono Adhiker Antor with police after recovery.



পটুয়াখালী: নিখোঁজের ৫৪ ঘন্টা পর গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোর রাতে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার নবীনগরের নার্সারী গলির নূর হোসেন বাবুলের বাসা থেকে পুলিশ উদ্ধার করার পর বিকেলে পটুয়াখালীতে পুলিশ সুপার কার্যালয় তাকে নিয়ে আসা হয়।

এর আগে গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামের বাসিন্দা সোলাইমান মৃধার ছেলে রবিউল আউয়াল অন্তর নিখোঁজ হন। আজ রবিবার বিকেলে পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয় এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। 

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারী রাত্র অনুমান ১১ টা হতে রাত্র ১২টা ৩৪ মিনিটের মধ্যে যে কোন সময় অপহরণ মামলার ভিকটিম মো. রবিউল আউয়াল অন্তর (২৩) কে কলাপাড়া থানাধীন টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সাকিনস্থ স্লুইস গেটের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে বিবাদীরা অপহারণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিম মোঃ রবিউল আউয়াল (অন্তর) এর ব্যবহৃত হেলমেট ও মোটরসাইকেল যার রেজিঃ নম্বর পটুয়াখালী-ল-১১-৪৭৯৫ ঘটনাস্থলে পাওয়া যায়। তার মোবাইল ফোন ০১৮৯৭৭৯৮৮০০, ০১৫৬৮০৯৬৬৬০, ০১৩০৮৮৮৩৩৯০ এবং ০১৭৮৯৮৭৪৮৪৯ বন্ধ পাওয়া যায়। যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৬টার সময় ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানাধীন আশ্রাফাবাদ নবীনগরের নার্সারী গলির নুর হোসেন বাবুল এর বাসা হতে মো. রবিউল আউয়াল (অন্তর) কে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সুপার আরও জানান, অন্তরকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে জানায় ৬ ফেব্রুয়ারী মহিলা কলেজ রোড কলাপাড়া পৌরসভাস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিক্স ওয়ার্ল্ড হতে রাত অনুমান ১০.৪৫ মিনিটের সময় দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। বর্ণিত ঘটনাস্থল হতে অজ্ঞাতনামা ব্যক্তিরা সাদা মাইক্রোবাসযোগে এসে ভিকটিমের মোটরসাইকেল চাপা দিয়ে ভিকটিমকে রাস্তার পার্শ্বে ফেলে দেয়। তাৎক্ষনিক তারা মাইক্রোবাস থেকে নেমে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে ভিকটিমকে তুলে নিয়ে ফরিদপুরের মাওয়ায় নিয়ে ফেলে দেয়। পরবর্তীতে ভিকটিম নিজে বাসযোগে ঢাকায় তার বন্ধু মো. আল-আমিনের কাছে চলে যায়। ঐ দিন রাত্রে মো. আল-আমিন ভিকটিমকে কামরাঙ্গীরচর এলাকায় তার বন্ধু নুর হোসেন বাবুলের বাসায় ভাড়াটিয়া মো. আসাদের কাছে রেখে আসে। ৭ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে তার বন্ধু মো. আল-আমিন নুর হোসেন বাবুলের বাসায় এসে আসাদকে জানায় যে, তার সাথে থাকা তার বন্ধু মো. রবিউল আউয়াল অন্তর এর পারিবারিক সমস্যার কারনে তাদের বাসায় কিছুদিন থাকবে এবং সমস্যা সমাধান হলে সে চলে যাবে। তিনি ভিকটিমকে সরল বিশ্বাসে সেখানে থাকতে দেয়। ভিকটিম তার বাসা থেকে বের হতো না তারা বাহির থেকে খাবার এনে দিলে ভিকটিম রুমে বসে খাবার খেত।

সে আরো জানায় যে, ভিকটিম অন্তরের মাধ্যমে জানতে পারে তার এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাদের আন্দোলন চলছে এই আন্দোলন সফল হলে সে তার বাসায় চলে যাবে। পরে আজ অন্তরকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং সাক্ষী মো. আনাছ আহমেদ, মো. আসাদ ও আল আমিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে পুলিশ।

এদিকে অন্তরকে উদ্ধারের দাবিতে টানা তিনদিন থানার সামনে অবস্থান বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজও বিক্ষোভ করছিলেন তার স্বজনসহ এলাকাবাসী।

গত বৃহস্পতিবার রাতে রবিউল আউয়াল অন্তর (৩০) নিখোঁজ হওয়ার পর গত শুক্রবার সকালে অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কর্মকর্তা ও স্থানীয় একজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বিবাদীরা হলেন, জার্জিস তালুকদার, মো. শাহআলম মাওলা হেলাল, মো. জিকো, মো. শহিদুল ভূইয়া, মো. রেজোয়ান, শাহিন মৃধা। এর মধ্যে শাহিন মৃধা ছাড়া সকলেই বিসিপিসিএল কর্মকর্তা।

এদিকে পুলিশের সংবাদ সম্মেলনের পরও ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তর কলাপাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে না আদালতে সোপর্দ করা হবে, বিষয়টি স্পষ্ট করেনি পুলিশ। - গোফরান পলাশ