
An influential citizen of Kalapara erected a boundary wall in the middle of a road prompting people to react in the Facebook.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ সড়ক দখল করে এক প্রভাবশালীর সীমানা প্রাচীর নির্মাণের প্রতিকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন নাগরিকরা। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকাবাসী সেনা ক্যাম্পে অভিযোগ দেয়ার পর সেনা সদস্যরা এসে আংশিক ভেঙে জনস্বার্থে বাকিটুকু অপসারণের নির্দেশনা দিলেও অপসারন না করে ফের সড়ক দখল করে চলছে নির্মাণের প্রস্তুতি।
এতে সংক্ষুব্দ এক নাগরিক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অ্যালফাবেট কিন্ডারগার্টেন এর পরিচালক মোস্তফা জামান সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন,
' মান্যবর কলাপাড়া পৌরপ্রশাসক,
পৌর শহরের কলেজ রোড এলাকায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মানের পর এলাকাবাসী অভিযোগ দাখিল করেছিলেন সেনাক্যাম্পে। সেনাসদস্য উপস্থিত থেকে আংশিক ভেঙে অভিযুক্তকে বাকীটুকু সরিয়ে ফেলতে বললেও ভ্রুক্ষেপ করেনি অভিযুক্ত। উপরন্তু পূণঃনির্মানের পায়তারা চলছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।'
এ বিষয়ে বক্তব্য জানতে কলাপাড়া পৌর প্রশাসক ও ইউএনও মো. কাউছার হামিদ'র মুঠোফোনের সরকারি নম্বরে ও হোয়াটস অ্যাপে সংযোগ স্থাপনের চেষ্টা করেও সাড়া মেলেনি। তবে এ বিষয়ে-
কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ' আমরা এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। আপনার কাছ থেকে বিষয়টি শুনলাম। এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।' - গোফরান পলাশ