
পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য অবশেষে চূড়ান্ত লাইসেন্স পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। নতুন এই ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
গতকাল রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স অনুমোদন করা হয়। পরে চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিকে আজ সোমবার (১ ডিসেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লাইসেন্স হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।
যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে সেগুলো হলো—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
নতুন ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন নির্ধারণ করা হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। গত ৯ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।