News update
  • Pahalgam Attack: India, Pakistan Exchange Fire at LoC     |     
  • Dhaka’s air quality turns ‘moderate’ Friday morning     |     
  • 99 cocktails, 40 petrol bombs seized at C’nawabganj border     |     
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     

মোবাইলের রোমিং বিল দেওয়া যাবে ডলারের বদলে টাকায়

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-04-25, 8:30am

rtert4543-aeef2ebfc912e42cd0708d7a9a8803d41745548224.jpg




মোবাইল অপারেটরদেরকে গ্রাহকদের কাছ থেকে ডলারের বদলে টাকায় মোবাইল রোমিং বিল আদায়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

জানা গেছে, দেশের বাইরে গিয়ে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে কল করা, কল রিসিভ করা, এসএমএস পাঠানো এবং ইন্টারনেট ব্যবহার করার সেবা রোমিং নামে পরিচিত। এ সুবিধা আন্তর্জাতিক মোবাইল নেটওয়ার্কগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেওয়া হয় এবং গ্রাহকদের অতিরিক্ত খরচ গুনতে হয়। সাধারণত বিদেশে বাংলাদেশি ভ্রমণকারীদের রোমিং পরিষেবা ব্যবহারের জন্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়।

তবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিদেশগামী ভ্রমণকারীদের জন্য রোমিং পরিষেবা সহজ করতে মোবাইল অপারেটররা এখন থেকে গ্রাহকদের কাছ থেকে সরাসরি টাকায় বিল আদায় করতে পারবে। একজন গ্রাহক প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং এক ক্যালেন্ডার বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে পারবেন।

সার্কুলারে উল্লেখ করা হয়, রোমিং পরিষেবা চালু করার সময় কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এর আওতায়, একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করলেও নির্ধারিত অর্থের সীমা অতিক্রম করা যাবে না। গ্রাহকের বৈধ ভিসা ও টিকিট থাকা আবশ্যক এবং রোমিং পরিষেবা ভ্রমণের অন্তত এক সপ্তাহ আগে চালু করতে হবে। 

এ ছাড়া, মোবাইল অপারেটরদেরকে বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের কাছে অর্থ পরিশোধেরও অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্ধারিত কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়।আরটিভি